চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সম্পাদক গিনি গ্রেফতার
চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রীদের ওপর হামলার ঘটনায় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিনি ইসলামকে (৫০) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ঈদগাহ পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি গিনি ইসলাম চুয়াডাঙ্গা পৌর শহরের ঈদগাহ পাড়ার রফিকুল ইসলামের মেয়ে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার পুলিশ ঈদগাহ পাড়া এলাকায় গিনি ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। পরে তাকে গ্রেফতার করে সদর থানা হেফাজতে নেওয়া হয়।
গিনি ইসলামকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হোসেন আলী বলেন, ‘গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় হাসনা জাহান খুশবু নামে এক শিক্ষার্থী আহত হন। পরে ৩ অক্টোবর হাসনা জাহান খুশবু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন। ওই মামলা তদন্ত পূর্বক গিনি ইসলামের জড়িত থাকার প্রমাণ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার (৪ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হবে।’