বশির হোসেন খানের উপর হামলায় র‍্যাকের নিন্দা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন-র‍্যাক সদস্য, দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি বশির হোসেন খানের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে র‍্যাক।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বিজয় নগর নাইটেঙ্গেল মোড় এলাকায় অজ্ঞাত ৫/৬ জন যুবক কর্তৃক হামলার শিকার হন তিনি।

বিজ্ঞাপন

বশির হোসেন খান জানান, হামলাকারীরা তাকে রিকশা থেকে টেনে নামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ শারীরিক ভাবে লাঞ্চিত করার চেষ্টা চালায়। এসময় তারা 'ডিপিডিসি' কেন্দ্রিক একটি সংবাদ প্রকাশের সূত্র ধরে তাকে হুমকি দেয়। এমনকি পরবর্তীতে সংস্থাটি নিয়ে এমন সংবাদ প্রকাশ না করতেও হুশিয়ারী দেয়। এবিষয়ে রমনা থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

এক বিবৃতিতে র‍্যাক সভাপতি জেমসন মাহবুব এবং সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমদসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বশির হোসেনের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।

বিজ্ঞাপন