ট্রাক-কাভার্ড ভ্যান ইউনিয়নের নেতা গ্রেফতার, তেজগাঁও সাতরাস্তা অবরোধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, ছবি: সংগৃহীত

টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, ছবি: সংগৃহীত

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেফতারের প্রতিবাদে তেজগাঁও সাতরাস্তা তিব্বত অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অবরোধ শুরু করেন তারা।

বিজ্ঞাপন

এসময় তারা টায়ার জ্বালিয়ে, ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করেছেন। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

বিজ্ঞাপন

ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর শ্রমিকরা বিক্ষোভ করতে করতে বিভিন্ন স্থানে জড়ো হয়। এরপর তিব্বত ও সাত রাস্তা মোড় দখলে নেয়। রাস্তা অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন। রাস্তায় আটকে গেছে হাজার হাজার পরিবহন। ডাইভারসন দিয়েও রাস্তার বেসামাল পরিস্থিতি সামলাতে পারছে না ট্রাফিক পুলিশ।

ট্রাফিক তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারি কমিশনার (এসি) স্নেহাশীষ দাস বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তিব্বত ও সাত রাস্তা মোড় অবরোধ করে রাখা হয়েছে। মূল সড়ক ছাড়াও অলিগলিতেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। শ্রমিকদের নিবৃত করতে ইতোমধ্যে ক্রাইম বিভাগকে জানানো হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

সর্বশেষ রাত পৌনে ৮টা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে বলে জানান তিনি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, আওয়ামী লীগ পন্থি শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মো. মনিরকে গ্রেফতার করা হয়েছে। পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আজ তাকে বিকেলে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে মূলতঃ মনিরের অনুসারী শ্রমিকরা ট্রাক দিয়ে তেজগাঁও সড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করছে। আমিসহ সিনিয়র স্যাররা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।