ইউক্রেন থেকে জাহাজে চট্টগ্রাম এলো আমদানি করা গম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ইউক্রেন থেকে জাহাজে চট্টগ্রাম এলো আমদানি করা গম

ইউক্রেন থেকে জাহাজে চট্টগ্রাম এলো আমদানি করা গম

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘ম্যাগনাম ফরচুন’। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর এটাই প্রথম খাদ্যপণ্যবাহী জাহাজ, যা ইউক্রেন থেকে বাংলাদেশে পৌঁছেছে।

চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদের জানান, বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে জাহাজটি বন্দরের বর্হিনোঙরে পৌঁছায় এবং বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পরীক্ষার জন্য গমের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর গম খালাস শুরু হবে।

বিজ্ঞাপন

যুদ্ধ শুরুর পর রাশিয়া কৃষ্ণসাগরে নৌ অবরোধ জারি করায় ইউক্রেনের খাদ্য রপ্তানি কার্যত বন্ধ হয়ে যায়। পরে তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতার ফলে পুনরায় খাদ্য সরবরাহ শুরু হয়। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে গম এসেছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে খাদ্যমজুত নিশ্চিত করতে সরকার ১১ লাখ টন চাল ও গম আমদানি করছে, পাশাপাশি বেসরকারি পর্যায়ে আরও ১৩ লাখ টন খাদ্যশস্য আনা হচ্ছে। বর্তমানে সরকারি গুদামে গমের মজুত রয়েছে ২ লাখ ১৩ হাজার ১৬ টন।

বিজ্ঞাপন

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যমতে, বাংলাদেশ আমদানি করা গমের একটি বড় অংশ রাশিয়া ও ইউক্রেন থেকে আসে। ২০১৯-২০ অর্থবছরে এই দুই দেশ থেকে মোট গম আমদানির ৬৩ শতাংশ সরবরাহ হয়েছিল।