চুয়াডাঙ্গায় বিএনপির ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

দীর্ঘ ১৪ বছর পর গত ২৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে জেলা শহরব্যাপী কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে ফেলা হয়। সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া এ সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পান মাহমুদ হাসান খান বাবু এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান শরীফুজ্জামান শরীফ।

এদিকে, সম্মেলন শেষে শহরের সৌন্দর্য্য রক্ষা এবং পরিবেশ সচেতনতার অংশ হিসেবে এই দুই নেতা জেলার বিভিন্ন প্রান্তে টাঙানো সকল ব্যানার ও ফেস্টুন তিন দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর থেকে নেতা-কর্মীরা নিজ উদ্যোগে এবং নেতাদের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ফেস্টুন অপসারণের কাজ শুরু করেন।

দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সদর উপজেলা বিএনপির নেতা একরামুল হক ইকরা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব এবং সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু।

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘সম্মেলনকে ঘিরে আমরা যেমন একটি উদ্দীপনা সৃষ্টি করেছি, তেমনি শহরের সৌন্দর্য্য রক্ষায় দ্রুত সকল ব্যানার-ফেস্টুন সরানোর উদ্যোগ নিয়েছি। পরিবেশ রক্ষার দায়িত্বও আমাদের। এ কাজ সম্পন্ন করতে আমি সকল নেতা-কর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘নেতা-কর্মীরা উৎসাহের সঙ্গে এ উদ্যোগে অংশ নিচ্ছেন। সম্মেলন যেমন সফল হয়েছে, ঠিক তেমনই আমরা চাচ্ছি শহরকে পরিচ্ছন্ন রাখতে। আগামী তিন দিনের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন হবে।’