পাক বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি ঘটেছে জুলাইতে: শফিকুল ইসলাম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৯৭১ সালে যেভাবে ঠকঠক করে ওনাদের (বুদ্ধিজীবী) ধরে নিয়ে গিয়েছিল পাকহানাদার বাহিনী ও তাদের দোসররা, এরকম পুনরাবৃত্তি আমরা জুলাইতে দেখেছি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন।

তিনি বলেন, আপনারা দেখেছেন, আমাদের যে ছয়জন শীর্ষ ছাত্রনেতা তাঁদের কীভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। বুদ্ধিজীবীরা তাঁদের উত্তরসূরিদের জন্য যেভাবে তাঁদের লেখা লিখে গিয়েছিলেন, আহনাফ বা শিক্ষার্থীরাও তাঁদের মায়ের কাছে চিঠি লিখছে যে, তাঁরা যুদ্ধ করতে যাচ্ছে।’

বিজ্ঞাপন

শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।   

অন্তর্বর্তী সরকার শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে জানিয়ে শফিকুল আলম বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার। যে নতুন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখছি, যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছে এটি শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই ধারাবাহিকতা। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। ড. ইউনূস এর পুরো টিম, আমরা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করি।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, পরে ৭টা ১৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।