কুমিল্লায় দুইদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুমিল্লায় দুইদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক- আমিরুল কায়সার।

বিজ্ঞাপন

এসময় পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খাঁন, মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুসহ বীর মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ স্বাধীন হলেও পরাধীনতার শেকল থেকে মুক্ত করছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এ ধারা যাতে অব্যাহত থাকে সেদিকে খেয়াল রাখার তাগিদ ছিল বক্তাদের মুখে।

বিজ্ঞাপন

মেলায় তরুণ উদ্যোক্তাদের নিয়ে চারু, কারু ও জেলায় তৈরি বিভিন্ন পণ্যের বিভিন্ন স্টল ঘুরে দেখেন আগত অতিথিরা। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মেলায় আগতরা।