বেনাপোল সীমান্ত থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে জাহাঙ্গীর হোসেন ও শাহাবুর হোসেন নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে তাদের হাতের শিরা কেটে ও পিটিয়ে হত্যার পর মরদেহ সীমান্তের ইছামতি নদীতে ফেলে দেওয়া হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুপুরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
হত্যার শিকার বাংলাদেশিরা হলেন, বেনাপোল পৌর্ট থানার কাগজপুকুর গ্রামের ইউনুস মোড়লের ছেলে জাহাঙ্গীর হোসেন ও দিঘীরপাড় গ্রামের আরিফ হোসেনের ছেলে শাহাবুর হোসেন।
নিহত দুই বাংলাদেশির বাড়িতে গিয়ে দেখা যায়, নিথর মরদেহের সামনে স্বজনদের আহাজারি। একজনকে নির্যাতন করে হত্যার পর তার হাতের শিরা কেটে ফেলে দেওয়া হয় ইছামতি নদীতে। অন্যজনকে পিটিয়ে হত্যার পর বাংলাদেশ সীমান্তে রেখে যায় বিএসএফ বলে অভিযোগ স্বজনদের।
স্বজনরা জানান, হত্যার শিকার শাহাবুর হোসেন ভারতে যাচ্ছিল কাজের সন্ধানে আর জাহাঙ্গীর যাচ্ছিলেন ভারতে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে। এসময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নির্যাতন চালিয়ে হত্যা করে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি রাসেল মিয়া জানান, সীমান্ত থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি বেনাপোলে। দুই জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।