‘আইএমএফ শঙ্কার কথা বললেও অর্থনৈতিক অবস্থা এতো খারাপ না’
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নানা শঙ্কাজনক কথা বললেও দেশের অর্থনৈতিক অবস্থা এতো খারাপ না, তবে চ্যালেঞ্জ আছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আপনাদের আইএমএফের প্রতিনিধি দল নানা শঙ্কাজনক কথা বললেও দেশের অর্থনৈতিক অবস্থা এতো খারাপ না, তবে চ্যালেঞ্জ আছে।
এর আগে, সংবাদ সম্মেলনে বাংলাদেশে সফররত আইএমএফের প্রতিনিধি দলের প্রধান ক্রিস পাপাজর্জিও জানায়, বাংলাদেশের অর্থনীতির চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা আইএমএফের ধারণার চেয়েও অনেক বেশি।
বাংলাদেশের বাজারে অব্যাহতভাবে খাদ্যমূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রব্যমূল্য কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এসময় বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য কোনো টাকা বরাদ্দ দেওয়া হবে না বলে জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, এটি ইতোমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, গ্রুপের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য কোনও টাকা দেওয়া হবে না। আরও বলেন, এর আগে বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের মজুরির জন্য টাকা দেওয়া হয়েছিল। সে টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টেও দিয়ে দেওয়া হয়েছে। এটা না দেওয়া হলে, তারা রাস্তায় অবরোধ করত।
এর আগে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কোম্পানিগুলোতে অর্ডার না থাকায় এবং কোম্পানির নামে ব্যাংকে পর্যাপ্ত ঋণ খেলাপি থাকার কারণে প্রতিষ্ঠানগুলো লে-অফ ঘোষণা করা হয়।
এদিকে শক্তি ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, সরকার শিল্পকারখানার জন্য নতুন গ্যাস সংযোগের অনুমোদন দিবে যদি তারা এলএনজি আমদানি খরচের সমান বিল পরিশোধ করতে রাজি হয়।