মাগুরায় সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ ৫ যুবক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা
  • |
  • Font increase
  • Font Decrease

সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ ৫ যুবক আটক

সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ ৫ যুবক আটক

মাগুরায় সেনাবাহিনীর অভিযানে ১০০ গুলি ও ১টি শর্টগানের টেনিস্কোপসহ ৫ যুবক আটক হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে জেলা সদরের পারনান্দুয়ালী এলাকা থেকে ওই পাঁচ যুবককে আটক করা হয়।

আটককৃত সবার বাড়ি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামে। আটককৃতদের কাছ থেকে ১০০ পিস্তলের গুলি, ১ টি শর্টগানের টেনিস্কোপ,৫ টি স্মার্টফোন, ১ টি বাটন ফোন ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটক পাঁচ যুবক হলেন- পারনান্দুয়ালী মুন্সিপাড়া গ্রামের মঞ্জু মোল্লার ছেলে মো. মাফুজ (২১), রবি মোল্লার ছেলে মো. শাকিল (২০), কামাল হোসেনের ছেলে মো. জারিফ (২২), মুন্সি আশিক রহমানের ছেলে মো. তাবিন (২০) ও আব্দুল হালিমের ছেলে মো. বাবুল (২১)।

বুধবার মাগুরায় সেনাবাহিনীর দায়িত্বে থাকা মেজর রাশেদ ও হাসান সেজানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পাঁচজন আসামিকে আটক করেন এবং জিজ্ঞাসাবাদ শেষ মাগুরা সদর থানায় হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

আটকের বিষয়টি স্বীকার করে মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, সেনাবাহিনী ওই পাঁচ যুবককে আটক করে সদর থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।