উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জামায়াত আমিরের শোক/ছবি: সংগৃহীত

জামায়াত আমিরের শোক/ছবি: সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র আইনজীবী, সাবেক এটর্নি জেনারেল ও অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন তিনি।

বিজ্ঞাপন

শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র আইনজীবী, সাবেক এটর্নি জেনারেল ও অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা জনাব এ এফ এম হাসান আরিফ ২০ ডিসেম্বর শুক্রবার অপরাহ্ন ৩:১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আরও বলেন, জনাব হাসান আরিফ দীর্ঘদিন ধরে আইনাঙ্গনে অত্যন্ত সুনাম ও স্বচ্ছতার সাথে তাঁর পেশাগত দায়িত্ব পালন করে গিয়েছেন। দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর মতো একজন বরেণ্য ও বিজ্ঞ আইনজীবীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।

বিজ্ঞাপন

মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল গুনাহগুলো মাফ করে দিন, তার নেক আমলসমূহ কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসাবে গ্রহণ করুন। আমরা তার শোক-সন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।