নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এতে শীতের তীব্রতা বেড়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। পুরো উপকূলজুড়ে বিরাজ করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার এ পরিস্থিতি হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপের কারণে পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। পটুয়াখালীর বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। নিম্নআয়ের মানুষগুলো বৃষ্টির কারণে বেশি ভোগান্তিতে পড়েছেন।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এতে দেশের উপকূলীয় এলাকাগুলোতে শীত এবং বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।