বগুড়ায় হোটেল ম্যানেজার বিপুল মিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার দিবাগত রাত দুইটার দিকে নওগাঁর পত্নীতলার বামনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়৷ র্যাবের দাবি, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতার আসামির নাম আলিফ শেখ। তিনি বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার রতন শেখের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।
এর আগে, গত ১৭ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বগুড়া শহরের মাটিডালি এলাকায় সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার বিপুল মিয়াকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে হোটেলের স্টাফ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় বিপুলকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনিত হওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসা চলাকালীন রাত সাড়ে ৯টায় বিপুল মারা যান।
র্যাব কর্মকর্তা এম আবুল হাশেম সবুজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আলিফ হত্যার দায় স্বীকার করে জানায়, গ্রেফতারকৃত আলিফ ও ভিকটিম বিপুল একই হোটেলে (সানসাইন আবাসিক) চাকরি করতেন। প্রায় দুই আড়াই বছর বা তারও আগে যেকোনো কারণে গ্রেফতারকৃত আলিফ চাকরিচ্যুত হয়। তখন থেকেই তাদের সম্পর্কের অবনতি হয়।
গ্রেফতারকৃত আলিফের ধারণা ছিল, ভিকটিম বিপুলের জন্যই তিনি চাকরি হারিয়েছেন। চাকরিচ্যুত হওয়ার পর থেকেই গ্রেফতারকৃত আলিফ ভিকটিম বিপুলের কাছ থেকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন। মাসে দুই হাজার টাকা করে ভিকটিম বিপুল চাঁদা দিতেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আলিফ জানিয়েছে। ঘটনার দিন, গ্রেফতারকৃত আলিফ ভিকটিম বিপুলের নিকট চাঁদা নিতে এসেছিল, বিপুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গ্রেফতারকৃত আলিফ রাগান্বিত হয় এবং সঙ্গে থাকা অপর তিনজনসহ বিপুলকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের সময় গ্রেফতারকৃত আসামি আলিফ মদ্যপ ছিল বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতার আলিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।