গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বন্ধ হওয়া দুটি পোশাক কারখানা পুনরায় চালুর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এম এম নীটওয়্যার লিমিটেড ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। জানা গেছে গত ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করার ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে এবং ৫০-৬০ জন অজ্ঞাত শ্রমিককে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করেন। পরদিন কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে কারখানা দুটি বন্ধ ঘোষণা করে।

এ নিয়ে সোমবার সকাল ১০টা থেকে শ্রমিকরা বিনা শর্তে কারখানা খুলে দেওয়া এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।

বিজ্ঞাপন

এদিকে, অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। যার ফলে ব্যাস্ততম এ সড়কে চলাচলরত মানুষ, শিক্ষার্থী ও পরিবহণ চালকেরা ভোগান্তিতে পড়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ সদস্য ছাড়াও সেনাবাহিনী উপস্থিত রয়েছে।