ধামরাইয়ে ৭ ইটভাটাকে ৪১ লাখ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ধামরাইয়ে ৭ ইটভাটাকে ৪১ লাখ টাকা জরিমানা

ধামরাইয়ে ৭ ইটভাটাকে ৪১ লাখ টাকা জরিমানা

পরিবেশে অধিদফতরের অনুমোদন না থাকায় ধামরাইয়ে ৭টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৪১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ২টি ভাটার চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশে অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল পর্যন্ত ধামরাই উপজেলার বিভিন্ন ইটভাটায় এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় এসব ইট ভাটাকে দণ্ড দেওয়া হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাহি ব্রিকসকে ৫ লাখ, স্বর্না ব্রিকসকে ৫ লাখ, সততা-৪ ও সততা-৫ ব্রিকসকে ১০ লাখ টাকা, একে ব্রিকসকে ৭ লাখ, হিরু ব্রিকসকে ৭ লাখ ও সোহাগ ব্রিকসকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সততা-৪ ও সততা-৫ এর চিমনি ভেঙ্গে দেয়া হয়।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম জানান, পরিবেশের এবং জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়া যেসব ইটভাটা কার্যক্রম চালাচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। ইতিমধ্যে কয়েকটি ভাটায় নগদ জরিমানাসহ ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এসময় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি বন্ধ করতে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের তৎপর হওয়ার কথা জানান তিনি

অভিযানে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।