মোহাম্মদপুরে জোড়া খুনের আসামি পিঞ্জিরা রাব্বি গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় কুপিয়ে দুজনকে হত্যার ঘটনায় এক আসামিকে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতের নাম মো. রাব্বি ওরফে পিঞ্জিরা রাব্বি (২৩)।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা শিহাব করিম।

এর আগে গত ২১ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে মোহাম্মদপুরের রায়ের বাজার সাদিক খান আড়তের সামনে নাসির ও মুন্নাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মোহাম্মদপুর থানা এ দুইটি হত্যা মামলা দায়ের হয়।

বিজ্ঞাপন

জোড়া হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাব্বিকে মঙ্গ (২৪ ডিসেম্বর) রাতে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার মধ্য রতনপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করে র‌্যাব-২ ও র‌্যাব-৮।