বিএসএফ'র হাতে ১৩ বাংলাদেশি আটকের বিষয়ে যা বললো বিজিবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএসএফের হাতে ১৩ বাংলাদেশি আটকের বিষয়ে যা বললো বিজিবি সিলেট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ১৩ বাংলাদেশির বিষয়ে অবশেষে তথ্য পাওয়া গেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে- বিজিবির সাথে আলোচনায় ১৩ বাংলাদেশি নাগরিককে আটকের সত্যতা পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে সিলেট ব্যাটালিয়নের (৪৮বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে এবিষয়ে আলোচনা হয়েছে। বিএসএফ জানিয়েছে, ২৩ ডিসেম্বর ভোররাত ৪টার দিকে বাংলাদেশের তামাবিল এলাকার বিপরীতে ভারতের ডাউকি এলাকার আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ১৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে গ্রেফতার করে। পরবর্তীতে তাদেরকে ডাউকি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে ওই ১৩ বাংলাদেশিকে কোন কারাগারে রাখা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি এই কর্মকর্তা।

এর আগে, গত রোববার (২২ ডিসেম্বর) রাতে গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা থেকে অন্তত ১২ জন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আটক করেছে এমন খবর সোমবার থেকে চাউর হয়। তবে নির্ভরশীল কোন সূত্র থেকে এ বিষয়ে কোন তথ্য পাওয়া যাচ্ছিলো না। তাছাড়া আটককৃতদের পারিবারও এ বিষয়ে কোন অভিযোগ না করায় বিজিবিও কোন পদেক্ষপ নিতে পারেনি।

সোমবার বার্তা২৪.কমকে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান জানিয়েছিলেন, আটকের বিষয়টি আমরা সোর্স থেকে শুনেছি। এ বিষয়ে বিএসএফ বা আটক যারা হয়েছে তাদের পরিবার কেউই বিজিবিকে জানায়নি বা অভিযোগ করেনি।