প্রায় ১০ ঘণ্টা পর সচিবালয়ের আগুন সম্পূর্ণ নিভিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে আগুন পুরোটাই নেভানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটের দিকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রাত ১টা ৫৪ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করেন। উদ্ধারকাজে যোগ দেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব, আনসারসহ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এরপর প্রায় সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম সোহানুজ্জামান নয়ন। আজ সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
ফায়ার সার্ভিসের ডিজি বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হওয়ার তথ্য ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ব্র্যাকের সহায়তায় মালয়েশিয়ায় আটকে পড়া বাবা রবিউল করিম আজ বৃহস্পতিবার দেশে ফিরবেন। সন্তানের চোখে স্বপ্ন, বিকেল ৫টা ৪৫মিনিটে বাবাকে ছুঁয়ে দেখার প্রতীক্ষা।
ডলার মিয়ার বয়স তখন মাত্র ১০ বছর। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট্ট এই শিশুটি তখনও জানতো না যে তার বাবা রবিউল করিম যে স্বপ্নের কথা শুনিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন, সেই স্বপ্নই একদিন তাদের পরিবারকে ১৮ বছরের জন্য আলাদা করে দেবে।
ভিজিট ভিসায় মালয়েশিয়া গিয়েছিলেন রবিউল করিম, তবে ভিসা ও পাসপোর্টের জটিলতায় আর ফেরা হয়নি দেশে। একসময় হারিয়ে ফেলেন পাসপোর্টও। দেশে ফেরার চেষ্টায় বারবার ব্যর্থ হওয়া রবিউল আটকে যান প্রবাসে।
এদিকে, বাবার অভাবে বেড়ে ওঠা ডলার মিয়ার মনে একটাই প্রশ্ন ছিল—‘বাবা কি সত্যিই আর ফিরে আসবে?’ দেখতে দেখতে ১০ বছরের শিশুটি এখন ২৮ বছরের যুবক। বাবাকে দেশে ফিরিয়ে আনতে ডলার মিয়া দফতরে দফতরে ঘুরেছেন, বহু জায়গায় কড়া নেড়েছেন। কিন্তু কোনোভাবেই সফলতা আসছিল না।
দুই মাস আগে ঢাকায় এসে এক ব্যক্তি ডলার মিয়াকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ঠিকানা দেন। সেই ঠিকানা ধরে ব্র্যাকে ছুটে যান ডলার। তার কাছ থেকে সব তথ্য সংগ্রহ করে রবিউল করিমকে দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করে ব্র্যাক। নানা জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ ১৮ বছর পর রবিউল করিম দেশে ফিরছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশের মাটিতে পা রাখবেন তিনি।
গ্রাহক সেবার মান বাড়াতে এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিস খোলা থাকবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুম বিল্লাহ সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অথোরিটির বিআরটিএ মেট্রো সার্কেল এবং জেলা সার্কেলসমূহে নিরবচ্ছিন্নভাবে গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার নির্দেশনা প্রদান করা হলো।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে এতে জানানো হয়।
সচিবালয়ের আগুন পরিকল্পিতভাবে কেউ হয়তো লাগিয়েছে বলে মনে করছেন বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে সচিবালয়ে ভিতর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, ভিতরের পরিস্থিতি দেখে ধারণা করছি আগুন শটসার্কিট থেকে লাগেনি। দেখা গেছে বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে। তিনি বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে একটা ভবনের নানান জায়গায় কিভাবে আগুন লাগলো জানতে চাইলে তিনি বলেন, আমি তো দেখিনি কিভাবে আগুন লেগেছে। তবে আমরা ভিতরের পরিস্থিতি দেখে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগেনি। যদি শর্টসার্কিট থেকে আগুন লাগতো তাহলে নানান স্থানে লাগতো না। কে বা কারা কিভাবে আগুন লাগিয়েছে তার সঠিক তথ্য এখনও আমাদের কাছে নেই। প্রাথমিকভাবে আমার মনে হয় কেউ পরিকল্পিতভাবে এই কাজটি করেছে।
এমন ধারণা কেনো হলো জানতে চাইলে তিনি বলেন, কারণ আগুনটা লেগেছে বিভিন্ন স্থান থেকে। শর্টসার্কিট থেকে আগুন লাগলে যেকোনো এক পাশ থেকে লাগতো।
ভিতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। যেসব স্থানে আগুন লেগেছে সেখানে কোনো নথিপত্র নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। সব এখনও চিহ্নিত করতে পারি নাই ৷ আমরা কাজ করছি।
প্রসঙ্গত, রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, তারা আগুন লাগার খবর পায় বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটে। দিবাগত রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করে। পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।
আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম সোহানুজ্জামান নয়ন। আজ সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
ফায়ার সার্ভিসের ডিজি বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হওয়ার তথ্য ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।