সাতক্ষীরায় ফ্রিজ থেকে হরিণের মাংস উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরায় ফ্রিজ থেকে হরিণের মাংস উদ্ধার

সাতক্ষীরায় ফ্রিজ থেকে হরিণের মাংস উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে এক বাড়ির ফ্রিজ থেকে সাড়ে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের ইয়াছিন আলীর বাড়ি থেকে এসব মাংস উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বনবিভাগের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকতা জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিজির ৮ জন সদস্য নিয়ে ইয়াছিন আলীর বাড়িতে অভিযান চালানো হয়। পরে ফ্রিজে রক্ষিত সাড়ে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে, এসময় ওই বাড়িতে কেউ ছিল না।

তিনি জানান, হরিণের মাংস উদ্ধারের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে ওই গৃহকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন