গফরগাঁওয়ে প্রাইভেট কার চাপায় শিশু নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কের প্রাইভেট কার চাপায় ফাতেমা আক্তার নামে আট বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে গফরগাঁও -ভালুকা সড়কের ধোপাঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহত শিশু ধোপাঘাট গ্রামের সৌদি প্রবাসী সফিকুল ইসলামের মেয়ে। শিশুটিকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামে গফরগাঁও-ভালুকা সড়কের পাশে সৌদি প্রবাসী সফিকুল ইসলামের বাড়ি। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে শিশু ফাতেমা আক্তার সবার অজান্তে রাস্তায় চলে যায়। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত শিশুর স্বজন স্থানীয় স্কুল শিক্ষক সফিকুর রহমান বলেন, খুবই দুঃখজনক ঘটনা। এই মৃত্যু পরিবারটিকে স্তব্ধ করে দিয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করছে। এ ঘটনা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।