রাজবাড়ীতে চোরাই মোটরসাইকেলসহ গরুর ব্যাপারী গ্রেফতার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হাচেন মোল্লার পাড়ায় পুলিশি অভিযানে চোরাই দুটি মোটরসাইকেলসহ গাজী হাওলাদার( ৭৫) নামে এক গরুর বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ১০টি চোরাই গরুও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম।
গ্রেফতারকৃত আসামি গাজী হাওলাদার উপজেলার উজানচর ইউনিয়নের হাচেন মোল্লার পাড়ার মৃত ইসমাইল হাওলাদারের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় অনুসন্ধানে নেমে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে গাজী হাওলাদার ওরফে গাজী কসাইয়ের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়িতে কতগুলো গরু রয়েছে জানতে চাইলে সে গরুর সংখ্যা বলতে না পারায় সন্দেহ ঘনীভূত হয় এবং গাজীর দেওয়া তথ্য মতে তার বাড়ি থেকে ১০টি গরু ও একই নাম্বার প্লেটের দুটি মোটর সাইকেল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় গরুগুলো বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে বাকীতে ক্রয় করে তার বাড়িতে এনে রেখেছেন।
পরবর্তীতে পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেলকে অবগত করে ১০টি গরু, দুটি মোটরসাইকেলসহ গাজী হাওলাদারকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং যাচাই-বাছাই করে গরুগুলোকে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও একটি মোটরসাইকেলের সঠিক তথ্যাদি দেওয়ায় ওই মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
তবে নাম্বার বিহীন নীল রঙের আরটিআর ১৬০ সিসি মোটর সাইকেলের বিষয়ে সঠিক কোনো তথ্যাদি দিতে না পারায় চোরাই হিসাবে মোটরসাইকেলটিসহ গোয়ালন্দ ঘাট থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে পূর্বের গরু চুরির বিষয়ে মানিকগঞ্জ ও গোয়ালন্দ ঘাট থানায় আরও দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও তার ছেলেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরির একাধিক মামলা রয়েছে।