আরব আমিরাত দিয়ে আবার জাহাজ রফতানি শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েষ্টার্ন মেরিন শীপইয়ার্ড লিমিটেড আরব আমিরাতের মারওয়ান শিপিংয়ের কাছে ৩টি জাহাজ রফতানি করতে যাচ্ছে।

শনিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম বোট ক্লাবে নবনির্মিত জাহাজ "রায়ান"র সামনে দাঁড়িয়ে এসব কথা জানান ওয়েষ্টার্ন মেরিন শীপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন সোহেল হাসান।

বিজ্ঞাপন

২০২০ সালের পর প্রথমবারের মতো জাহাজ রফতানি করতে যাওয়া প্রতিষ্ঠানটি জানায়, ২০২৩ সালে ৮টি জাহাজ নির্মাণে মারওয়ান শিপিংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল তারা। এই চুক্তির আওতায় জানুয়ারি ২০২৫-এ "রায়ান" নামের ৬৯ মিটার ল্যান্ডিং ক্রাফট এবং এপ্রিল ২০২৫-এ "খালিদ" ও "যায়া" নামের দুটি টাগবোট রফতানি করা হবে। বাকি ৫টি জাহাজ ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে হস্তান্তর করা হবে। 

ক্যাপ্টেন সোহেল হাসান বলেন, ২০১৭ সালে এই ক্রেতা প্রতিষ্ঠানকে একটি জাহাজ রফতানি করেছিল তারা। সেই জাহাজের সাফল্যে সন্তুষ্ট হয়ে মারওয়ান শিপিং নতুন প্রকল্পে তাদের সঙ্গে চুক্তি করেছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ১১টি দেশে ৩৩টি জাহাজ রফতানি করেছে, যার মোট মূল্য ১০০ মিলিয়ন ডলারের বেশি।

বিজ্ঞাপন

এছাড়া, আগামী মাসে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের কাছে দুটি যাত্রীবাহী জাহাজ— "এমভি রূপসা" ও "এমভি সুগন্ধা" হস্তান্তর করবে প্রতিষ্ঠানটি।