রাষ্ট্রকে অপরাধী বানিয়েছেন শেখ হাসিনা আর ভারত: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রকে অপরাধী বানিয়েছেন শেখ হাসিনা। আর এই অপরাধের দোসর আরেকটি রাষ্ট্র—ভারত। শেখ হাসিনার সমস্ত গুম, খুন, হত্যার সমর্থন দিয়ে এসেছে দেশটি।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে গুম করে রাখা হয়েছিল। পাঁচ বছর পর জানা যায়, তাকে ভারতের একটি জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। তিনি বেরিয়ে এসে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে একজন মহিলা ফেরাউন শাসন করেছেন। আর ভারত তাকে সমর্থন দিয়েছে। অন্য কোনো দেশ শেখ হাসিনাকে সমর্থন করেনি। শেখ হাসিনা যে অপরাধ করেছেন, তার প্রতিটি অপরাধে ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত থাকার প্রমাণ রয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার, গণতন্ত্রের প্রতিষ্ঠাগুলো ধ্বংস করার এবং মানুষের বাকস্বাধীনতাকে দমন করার প্রয়াস চালানো হয়েছে। এ প্রক্রিয়ায় নির্বাচন, পার্লামেন্ট এবং সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করা হয়েছে। এসব অপরাধে ভারত ওতপ্রোতভাবে যুক্ত ছিল।
সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ্ব কাজী মাওলানা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেকসহ কেন্দ্রীয় ও রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।