পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
২০২৫ সালের প্রথম দিনেই বাংলাদেশ পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্বরত ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশে তিনি এই সই করেন।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা জেলার পুলিশ সুপার ও বর্তমানে র্যাবের পরিচালক হিসেবে বদলির আদেশ পাওয়া অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদকে পুলিশ সদর দফতরে, পুলিশ সদর দফতরের ডিআইজি মো. আমিনুল ইসলামকে পুলিশ টেলিকমের ডিআইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমানকে পুলিশ সদর দফতরের টিআর পদে, এপিবিএনের ডিআইজি মো. আবুল বাশার তালুকদারকে সিআইডির ডিআইজি, পুলিশ সদর দফতরে অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হককে এন্টি টেররিজম ইউনিটে, অতিরিক্ত ডিআিইজি ড. শামসুন্নাহারকে রাজশাহীর সারদায় সংযুক্ত, অতিরিক্ত ডিআইজি মুসতাসিরুল ইসলামকে হাইওয়ে পুলিশ, অতিরিক্তি ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় কুমার কুন্ডুকে রংপুর রেঞ্জে অফিসে সংযুক্ত, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. আশিক সাঈদকে পুলিশ অধিদফতরে, বরিশাল আরআরএফের পুলিশ সুপার বর্তমানে অতিরিক্ত ডিআইজি হিসেবে রাজশাহীর সারদায় বদলির আদেশ প্রাপ্ত মো. আব্দুস সালামকে আরআরএফের অতিরিক্ত ডিআইজি, রাজশাহীর সারদার পুলিশ সুপার ও রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলির আদেশ প্রাপ্ত মো. সিদ্দিকুর রহমানকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, বান্দরবান ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কামান্ড্যান্ট (পুলিশ সুপার) বর্তমানে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) তেঅতিরিক্ত কমিশনার হিসেবে বদলির আদেশ প্রাপ্ত ওয়াহিদুল হক চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও বর্তমানে বরিশাল আরআরএফের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলির আদেশ প্রাপ্ত মো. ছালেহ উদ্দিনকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ রিয়াজুল হককে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার ও মালি মিশন থেকে ফিরে পুলিশ সদর দফতরে রিপোর্ট করা অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্তত মুনশী শাহাবুদ্দীনকে ডিএমপির যুগ্ম কমিশনার, ডিএমপির যুগ্ম কমিশনার মো. এনামুল কবিরকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।