বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দুই নাগরিক আটক
সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বুধবার (১ জানুয়ারি) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির গোয়াইনঘাট দমদমিয়া ও বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলো- ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার পানিয়াসাল থানার ওয়ামলিংক গ্রামের মৃত কয়াইতের ছেলে ব্লোমিং ষ্টার (৩২), একই জেলার সাইগ্রাম থানার বার্মন টিলা গ্রামের মৃত গোমারু'র ছেলে লোকাস (৫৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ (বিজিবি) লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান পিএসসি।
বিজিবি জানায়, গোয়াইনঘাটের সীমান্ত এলাকা দমদমা বিওপির পিলার ১২৬০/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্লোমিংকে ও বাংলাবাজার বিওপির পিলার ১২৩৬ থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাউরা নামক স্থানে থেকে লোকাসকে আটক করা হয়।
আটককৃত ভারতীয় দুই না নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ৪৮ বিজিবির লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান পিএসসি।