বেনাপোলে সিটি ব্যাংক ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ
সঞ্চয়ের টাকা ফেরতের দাবিতে বেনাপোল সিটি ব্যাংক শাখা ঘেরাও করে বিক্ষোভ করেছে বন্দর শ্রমিকেরা। এসময় শ্রমিকদের বাধার মুখে ১ ঘন্টা ব্যাংকের কার্যক্রম বন্ধ ছিল।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঘেরাও করে বিক্ষোভ করে শ্রমিকরা।
বন্দর সুত্রে জানা যায়, স্থলবন্দরের ঠিকাদার প্রতিষ্ঠান ড্রপ কমিউনিকেশন। এ প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন দেয় বন্দর শ্রমিক ইউনিয়নের একাউন্টে। যেটির লেনদেন পরিচালনা করে বন্দর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ওহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক রাজু আহম্মেদ। কিন্তু আ.লীগ সরকারের পতনের পর আত্মগোপনে যায় দুই শ্রমিক নেতা। এতে শ্রমিকরা তাদের শ্রমের অর্থ না পেয়ে ব্যাংকে গিয়ে সমাধানের জন্য অনুরোধ জানান। তবে ব্যাংক কর্তৃপক্ষ হিসাবধারীদের সাথে যোগাযোগ করতে না পারায় বিষয়টি সমাধানে আসতে পারেনি। এতে জমা টাকা ফেরতের দাবিকে শ্রমিকরা সিটি ব্যাংক ঘেরাও করে লেনদেন বন্ধ করে দেয়।
বেনাপোল বন্দর হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শহিদ হোসেন জানান, টাকা ফেরতের দাবিতে ব্যাংকের সামনে শান্তিপূর্ন বিক্ষোভ করে শ্রমিকেরা। শ্রমিকদের মজুরির টাকা আত্মসাত করতে চেষ্টা করছে সাবেক শ্রমিক লীগ নেতা ওহিদুল ইসলাম ও রাজু। এক সপ্তাহের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করে একটি সমাধান দিবে এমন আশ্বাসে শ্রমিকরা বিক্ষোভ থেকে ফিরে গেছে।
বেনাপোল সিটি ব্যাংকের ম্যানেজার রুহুল আমিন জানান, যাদের নামে ব্যাংক একাউন্ট তারা এলাকা ছাড়া। এখন শ্রমিকদের কথায় এমুহূর্তে ঐ টাকা দেওয়ার নিয়ম নেই। তবে একাউন্ট মালিকদের সাথে যোগাযোগ করে সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। শ্রমিক বিক্ষোভের কারনে কিছু সময় লেনদেন বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়েছে।