পঞ্চগড়ে ঝলমলে রোদ, তবুও তাপমাত্রা ৯ ডিগ্রিতে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

টানা কয়েক দিন ধরে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এবং সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। গত কয়েক দিন থেকে সর্বনিম্ন তাপমাত্রা থাকলেও মেঘমুক্ত আকাশে কুয়াশা না থাকায় এবং ঝলমলে রোদের দেখা মেলায় কর্মজীবী মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র থেকে সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল শনিবার ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

বিজ্ঞাপন

আজ সকালে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা থাকলেও ভোরেই আকাশে উঁকি দিয়েছে সূর্য। কিছুক্ষণ পর ঝলমলে রোদ দেখা দিলেও সবুজ ঘাসের ডগায় টলমল করতে দেখা যায় শুভ্র শিশির। সেই শিশির মাড়িয়ে কাজে যেতে দেখা যায় কৃষক ও শ্রমিকদের। নরম রোদের উষ্ণতায় মাঠে মাঠে তারা ব্যস্ত হয়ে পড়েন শীতের শাক-সবজি পরিচর্যাসহ নানা কাজে।

স্থানীয় রহিম উদ্দীন নামে এক ব্যক্তি বলেন, কয়েক দিন ধরে কুয়াশা কম দেখা যাচ্ছে, এর মধ্যে সকালে রোদ ওঠায় দিনে বেশি শীত টের পাওয়া যায় না। কিন্তু সন্ধ্যা হলেই শীতে থাকা যায় না। গরম কাপড়-চোপড় পড়ে থাকতে হয়।

বিজ্ঞাপন

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ জেলার ওপর দিয়ে পাহাড়ি হিম বাতাস বহমান রয়েছে। এর কারণে কুয়াশা কম থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি একটু বেশি হচ্ছে।