১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুর পৌনে ১২টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে শনিবার (৪ জানুয়ারি) মধ্যরাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বলেন, দুপুর পৌনে ১২টার দিকে নদী এলাকায় কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়।

ফেরি চলাচল শুরুর পর থেকে সিরিয়াল অনুযায়ী ঘাট পন্টুন এলাকায় অপেক্ষামান থাকা যানবাহনগুলোকে নদী পারাপার কার্যক্রম শুরু হয়েছে। ঘাট এলাকায় পর্যাপ্ত ফেরি রয়েছে। কিছুক্ষণের মধ্যে অপেক্ষামানগুলোর পারাপার সম্পন্ন হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন