স্বাভাবিক অবস্থায় ফিরছে সচিবালয়, খুলে দেওয়া হয়েছে ৭ নম্বর ভবন
সচিবালয়ে আগুন লাগার ১১ দিন পর ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। এতে অনেকটাই স্বাভাবিক হলো সচিবালয়।
রোববার (৫ জানুয়ারি) সরেজমিনে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ করতে দেখা যায়। নয় তলা ভবনের পুড়ে যাওয়া চারটি তলা ছাড়া বাকি পাঁচ তলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে পাঁচতলার পর (উপরের ফ্লোরগুলোতে) গণপূর্ত বিভাগের কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
খুলে দেওয়া হলেও এখনো মেঝেতে ছাইয়ের ছোপ ছোপ কালো দাগ লেগে আছে। সবকিছু ঠিকঠাক করার জন্য চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। তবে ভবনে পানি সরবরাহ ও বিদ্যুৎ সরবরাহ ব্দনহ রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দিবাগত রাত ২টার কিছু আগে আগুন লাগে, ছয় ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নিভতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা।
এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, বৈদ্যুতিক ‘লুজ কানেকশন’ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।