হঠাৎ ১০ হাজার মানুষ এসে অচল করে গেলো কক্সবাজার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

অচল করে গেলো কক্সবাজার/ছবি: সংগৃহীত

অচল করে গেলো কক্সবাজার/ছবি: সংগৃহীত

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের ১৭টি মহল্লার প্রায় ৬০ হাজার জনগণের বাসস্থানের অবৈধ উচ্ছেদ বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান, র‍্যালী ও সমাবেশ অুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় ১০ হাজার মানুষ কক্সবাজার জেলা প্রশাসক চত্বরে এসে অচল করে দেয় শহর।

মঙ্গলবার (৭ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অবস্থান সূচি পালন করেন তারা। কর্মসূচিতে প্রায় ২০ হাজার মানুষ অবস্থান নেয়।

বিজ্ঞাপন

সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি চলে। এসময় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকে। শহরের লালদীঘি পার হতে ঝাউতলা পর্যন্ত প্রধান সড়ক অবরোধ করা হয়। এতে জনভোগান্তির সৃষ্টি হয়।


এসময় বক্তারা বলেন, কাল বৈশাখী ঝড় সাগরের সাথে যুদ্ধ করে আমরা ১নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বেঁচে আছি। প্রয়োজনে আমরা মাটি ও বাসস্থান রক্ষায় জীবন দেব। সিভিল এভিয়েশনকে দেওয়া বন্দোবস্ত বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

১নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকতার কামাল সহ স্থানীয় নেতৃবৃন্দ জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেন।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, স্মারকলিপি গ্রহণ করেছি। এটি সরকারের কাছে পৌঁছানো হবে। বিভিন্ন দপ্তর এর সাথে সংশ্লিষ্ট রয়েছে। আশা করছি আমরা একটি সিদ্ধান্তে আসতে পারব।


১নং ওয়ার্ডের বাসিন্দা জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম রুবেল বলেন, ১নম্বর ওয়ার্ডে স্থায়ী করার জন্য আমাদের এ দাবি। এখানে ৫০ হাজার লোকের বসবাস, ১৯টি মসজিদ, ১৯টি কবরস্থান, ১৭টি মহল্লা এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শুঁটকি মহল রয়েছে। আমরা উচ্ছেদ আতঙ্কে থাকতে চাই না।

১নং ওয়ার্ডের বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, কিছুদিন আগে উচ্ছদ করার জন্য তালিকা করতে আসে সিভিল অ্যাভিয়েশন এর লোকজন। ৬মাসের মধ্যে তাদের উচ্ছেদ করা হবে বলে জানান।

তিনি আরও বলেন, এক লাখ এক টাকা নামে মাত্র মূল্যে ৬৮২ একর জায়গা সরকারের কাছ থেকে নেয় সিভিল এভিয়েশন। এই জায়গায় বিগত ৪০ বছর ধরে আমাদের বসবাস। আমরা উচ্ছেদ হতে চাই না, আমরা চিরস্থায়ী বন্দোবস্ত চাই।