কুমিল্লায় যুবদল নেতাকর্মী দিয়ে বাড়ি দখলের অভিযোগ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুরে একটি পরিবারের লোকজনকে বিএনপির নেতাকর্মী দিয়ে মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে বাড়িঘর থেকে বের করে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছে রেজাউর রহমান ও তার পরিবার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ঘটনাস্থলে রেজাউর রহমানসহ তার পরিবার সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

বিজ্ঞাপন

বক্তব্যে রেজাউর রহমান বলেন, কৃষ্ণপুরের এ জায়গা আমাদের তিন ভাইয়ের নামে। আমি ও আমার পরিবার-পরিজন নিয়ে বাস করে যাচ্ছি। এ জমি দখলের জন্য আমার বোন তাসলিমা, নাজমা, শাহিনা দীর্ঘ দিন চেষ্টা চালায়।

মঙ্গলবার সকাল ১১ টায় সে বিশ্বরোডের যুবদল কর্মী ইকবাল ও রুহুক আমিন মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসী এনে আমাকে ও আমার পরিবারকে মারধর করে বাড়িঘরে হামলা চালায়। তারা কুপিয়ে ভাঙচুর করে ঘরবাড়ি দখলের চেষ্টা চালায়। এ সময় সন্ত্রাসীরা প্রাণনাশেরও হুমকি দেয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে পরিবারের লোকজন বলেন, তাদের পকেটে পিস্তল রেখে, লাঠিসোটা দিয়ে মারধর করে হত্যার হুমকি দিয়ে জায়গা ছাড়ার নির্দেশ দেয়। এ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা চাই। পাশাপাশি বিএনপির উর্ধতন নেতা ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. করিম, আবদুল হাকিম, আতিকুর রহমান, শিউলী বেগম প্রমুখ।