সুন্দরবনের শুঁটকি পল্লিতে জেলের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর শুঁটকি পল্লিতে কোল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে মোস্তফা শেখ (৫২) নামে এক জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে মারা যান তিনি। প্রচণ্ড শীতে স্ট্রোকে আক্রান্ত হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত জেলে দুবলা বিশেষ টহল ফাঁড়ির অধীন শ্যালার চর শুঁটকি পল্লির মহাজন লিটন মোল্লার ডিপোতে শুঁটকি প্রক্রিয়ার কার করতেন। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামে আহম্মদ আলী শেখের ছেলে।
পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার জানান, প্রচণ্ড শীতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান জেলে মোস্তফা শেখ। সকালে মৃতদেহটি ট্রলারযোগে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন