চা বোর্ডের ৯১তম বোর্ড সভা অনুষ্ঠিত
বাংলাদেশ চা বোর্ডের ৯১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গলের টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম সভাকক্ষে
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোর্ডের এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, প্রকল্প উন্নয়ন ইউনিট, টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম এবং চা বোর্ড পরিচালিত বাগানগুলোর কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা উঠে আসে।
সভায় দেশের চা শিল্পের বর্তমান পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা এবং এ শিল্পের ধারাবাহিক উন্নয়নের জন্য করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ চা বোর্ডের সচিব মোহাম্মদ মিনহাজুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, যুগ্মসচিব ও বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) ড. পীযূষ দত্ত, যুগ্মসচিব ও সদস্য (অর্থ ও বাণিজ্য) ইয়াছমিন পারভীন তিবরীজি, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছা. নারগিস মুরশিদা, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরান টি রহমান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসান, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সদস্য সালেক আহমেদ আবুল মাশরুর এবং পূর্ববাংলা ব্রোকার্স-এর ব্যবস্থাপনা পরিচালক আমানত হোসেন।