ফরিদপুরে কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ফরিদপুরের ভাঙ্গায় ওহাব মাতুব্বর (৬৮) নামের এক কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ওহাব মাতুব্বর তুজারপুর গ্রামের বাসিন্দা ও নাসিরাবাদ আলেখারকান্দা গ্রামের প্রয়াত ডাক্তার জামাল উদ্দিন খলিফার বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। জামাল উদ্দিন পিজি হাসপাতালের পরিচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডাক্তার জামাল উদ্দিন কয়েক মাস আগে মারা যান। খলিফা মারা যাওয়ার পর তার ৩ তলা বাড়িটি ফাঁকা থাকতো। জামালের দুই মেয়ে তারা তাদের পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তাই ওই বাড়ির দেখভাল করার জন্য ওহাব মাতুব্বর বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন।

বিজ্ঞাপন

প্রতক্ষ্যদর্শীরা জানায়, প্রতিদিন বাড়িটিতে অনেক লাইট জ্বালানো হয়। ওই বাড়ির লাইটে আশেপাশে আলোকিত হয়ে যায়। গত তিনদিন যাবত বাড়িটি সন্ধ্যার পরেও অন্ধকার থাকতো। গতকাল রাতেও বাড়িটি অন্ধকারাচ্ছন্ন দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা কয়েকজন মই দিয়ে বাড়ির ভিতরে ঢুকলে দুর্গন্ধ পায়। তৎক্ষণাত ভাঙ্গা পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনতলার সিড়ির রেলিং এর সাথে দড়ি দিয়ে বাঁধা ওহাব মাতুব্বরের মরদেহ উদ্ধার করে। তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মো. আসিফ ইকবাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফাঁকা বাড়িতে চুরি করার উদ্দেশ্যে এসে দুর্বৃত্তের হাতে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। গতকাল রাতে মরদেহটি উদ্ধার করা হয়েছে, বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।