তারুণ্যের মেলার শেষ দিনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

রাজবাড়ীতে তিন দিনব্যাপী শুরু হওয়া তারুণ্যের মেলার শেষ দিন আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি)। মেলার শেষ দিনের সকালেই মেলা প্রাঙ্গনে দর্শনার্থীর ভিড় বেড়েছে।

৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫টায়।

বিজ্ঞাপন

'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই'- এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় রাজবাড়ী সরকারী কলেজে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা।

কলেজের মূল ফটক পার হলেই একাডেমিক ভবনের সামনে মুক্তমঞ্চের ওপর মঞ্চ বানানো হয়েছে। মুক্তমঞ্চের সামনে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্থানীয় ঐতিহ্য ও ইতিহাস নিয়ে তাদের তৈরিকৃত জিনিসপত্র প্রদর্শনী করেছেন। এছাড়া মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি স্টলে আন্দোলনের ওপর ভিডিও চিত্র দেখানো হচ্ছে। হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের খাবারও মেলায় প্রদর্শনীতে রাখা হয়েছে। এছাড়া মেলায় ছাত্র সংগঠনে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছে। স্টলে বিভিন্ন ধরনের বই, খাবারের পসরা সাজানো হয়েছে।

বিজ্ঞাপন

মেলা দেখতে আসা রাজবাড়ী সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, আবিদা সুলতানা, অমিত চক্রবর্তী, জাহিদ হাসানসহ কয়েকজন বলেন, তারুণ্যের মেলা উপলক্ষে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ঢল নেমেছে। শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে কলেজ ক্যাম্পাস। বিভিন্ন স্টলে হরেক রকমের পিঠাপুলিসহ নানান ধরনের খাবারের সমারোহ রয়েছে। এই প্রথম এই ধরনের মেলার আয়োজন করায় কলেজ কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই। আগামীতেও যেন এ ধরনের মেলার আয়োজন করা হয় সেই প্রত্যাশা রইলো।

রাজবাড়ী সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী বলেন, এই প্রথম কলেজে তারুণ্যের মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে কলেজে অনেকগুলো স্টল বসেছে। অনেক শিক্ষার্থীসহ দর্শনার্থীদের আগমন ঘটেছে মেলায়। দেখে খুব ভালো লাগছে। আগামীতে এই মেলা যেন আরও বৃহৎ পরিসরে হয় সেই প্রত্যাশা রইলো।

তারুণ্যের মেলা উদযাপন কমিটির আহ্বায়ক রাজবাড়ী সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফ হোসেন খান বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তিন দিনব্যাপী এই তারুণ্যের মেলা গত ৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে। মেলায় কলেজের প্রত্যেকটি বিভাগ, ছাত্র সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের মোট ২১টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা চলবে।

আগামী ৯ জানুয়ারি মেলা শেষ হবে। মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী জিনিস প্রদর্শন করেছে। এছাড়াও এই তারুণ্যের মেলায় শিক্ষার্থীরা তাদের নিজেদের হাতে বানানো হরেক রকমের পিঠাপুলি মেলার স্টলে রেখেছে। শিক্ষার্থীরা ভালো সারা দিচ্ছে। আমি আশা করি জমজমাটভাবেই মেলার সমাপ্তি হবে।

পিঠা উৎসবে শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে ঘুরছে। নতুন নতুন নামের পিঠা দেখে উৎসাহিত হচ্ছে তারা। কেউ আবার পিঠা খেয়ে স্বাদ নিচ্ছেন। নানা স্বাদের বাহারি পিঠা নিয়ে পসরা সাজিয়ে বসেছিল স্কুলের ছাত্রদের অভিভাবকরা। নারী উদ্যোক্তারা এবং শখের বসে বেশ কিছু গৃহিণীও আসেন পিঠা মেলায় অংশ নিতে।