শাহ আমানত বিমানবন্দরে মানবপাচারকারী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মানবপাচারের অভিযোগে ইফতেখারুল আলম রনি (পাসপোর্ট নং- A04761716) নামের এক যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি ) রাত ৮টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআইয়) গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ইফতেখারুল আলম রনির বাবার নাম নুরের জামান ও মায়ের নাম মহসিনা বেগম। তার বাড়ি ফেনী জেলার ফজিলপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি মানবপাচারের অন্যতম হোতা এবং তার বিরুদ্ধে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল নং-২ এ একটি মামলা চলমান।

বিজ্ঞাপন

এছাড়া, আজ শনিবার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর ৬/৭/৯/১০ ধারায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ সফলভাবে অভিযান পরিচালনা করেছে। রনি রাত ৮টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটে দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে মামলাসহ পতেঙ্গা থানায় হস্তান্তর করেছেন।