টিপু হত্যাকাণ্ডে নারীসহ আটক ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

টিপু হত্যাকাণ্ডে নারীসহ আটক ৩

টিপু হত্যাকাণ্ডে নারীসহ আটক ৩

কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যাকান্ডের ঘটনায় তিন জনকে আটক করেছে কক্সবাজার জেলা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্য়ায় কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন এবং গ্রেফতার তিন জনই সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে দাবী করেন তিনি।

বিজ্ঞাপন

এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ সুপার।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, আটক ৩ জনের মধ্যে একজন নারী রয়েছে। বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে বুধবার (১৫ জানুয়ারি) সকালে।

বিজ্ঞাপন

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ৩ জনকেই এক সাথে মৌলভীবাজার থেকে মঙ্গলবার বিকেলে আটক করা হয়েছে। তাদের কক্সবাজার আনা হচ্ছে।

৫৪ বছর বয়সী টিপুকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে গুলি করে হত্যা করা হয়।