পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১
রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে পুলিশ পরিচয়ে প্রতারণাকারী এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো. এনামুল হক মনির (৩৩)। তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি।
গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ৭টার দিকে উত্তরখান থানার হযরত শাহ কবির (রহ.) মাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় উত্তরখানের হযরত শাহ কবির (রহ.) মাজার জামে মসজিদের সামনে একজন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। থানার টহল টিম তাকে ঘোরাঘুরির কারN জিজ্ঞাসা করলে সে নিজেকে পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেয়। এক পর্যায়ে আরও জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা অসংলগ্ন মনে হয় এবং সে দৌড়ে পালানোর চেষ্টা করলে তখন টহল টিম তাকে আটক করে। পরবর্তী সময়ে তার দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেট হতে বাংলাদেশ পুলিশের একটি নকল আইডি কার্ড পাওয়া যায়।
এসময় তার হেফাজত হতে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতের প্রকৃত নাম এনামুল হক মনির। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পুলিশ পরিচয় দিয়ে ও বাংলাদেশ পুলিশের ভুয়া আইডি কার্ড দেখিয়ে মানুষের সঙ্গে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড করে আসছে।
পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, তার নামে ডিএমপির শাহআলী ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় দুটি প্রতারণার মামলা ও ময়মসিংহের কোতয়ালী থানায় একটি হত্যা মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।