গণহারে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

শুল্ক বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন/ছবি: সংগৃহীত

শুল্ক বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন/ছবি: সংগৃহীত

অর্ন্তবর্তী সরকারের সিদ্ধান্তনুসারে বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কর প্রত্যাহারের ও ভ্যাটের ক্ষেত্র বৃদ্ধির দাবি জানিয়ে পার্বত্য রাঙামাটি শহরে রাঙামাটিতে মানববন্ধন করেছে জেলার রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে রাঙামাটি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে অন্যান্যের মধ্যে নেতৃত্ব দেন রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতির সভাপতি শামীম খান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আকতার হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম নেকবর আলী, মধুবন রাঙামাটির সত্ত্বাধিকারী এসএম জাহান লিটন, রাঙামাটি ওয়েলফুডের স্বত্ত্বাধিকারী মো. মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে সঞ্চালনা করেন রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

বিজ্ঞাপন

মানববন্ধন শেষে রাঙামাটি রেস্তোরা মালিক সমিতির পক্ষ থেকে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ রুহুল আমিনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

এরআগে মানববন্ধনে রেস্তোরা মালিকগণ বলেন, রাঙামাটি একটি পর্যটন নগরী। অত্রজেলায় প্রায় দেড় শতাধিক রেস্তোরাঁ রয়েছে। এখানে বর্ধিত ভ্যাটের প্রভাব পড়বে সরাসরি পর্যটকদের উপর। সরকারকে ভ্যাটের ক্ষেত্র বৃদ্ধি করতে হবে। যদি ভ্যাটের আওতা বৃদ্ধি না করে নতুন করে ভ্যাট ও কর আরোপ করার ফলে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি ভোক্তারাও বিপাকে পড়বেন। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা আজ সংকটে পড়েছে।

ভ্যাট ৫ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়ে আনার প্রয়োজনীয়তা থাকলেও সেটি না করে সরকার ভ্যাট আরও বাড়িয়ে ১৫ শতাংশ করেছে। এই ১৫ শতাংশ নানা সম্পূরক ট্যাক্সের মাধ্যমে ২৫ শতাংশে দাঁড়ায়। এই ধরনের সিদ্ধান্ত রেস্তোরা ব্যবসায়ীদের উপর খড়গ আরোপ করার সামিল বলেও অভিযোগ করেছেন রেস্তোরা মালিকরা। তারা অবিলম্বে সরকারের পক্ষ থেকে সাধারন রেস্তোরা মালিকদের ধ্বংসের অন্যতম গণবিরোধী ভ্যাট সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় কেন্দ্রীয় সিদ্ধান্তনুসারে আমরা সারাদেশের ন্যায় পার্বত্য রাঙামাটিতেও কঠোর আন্দোলন কর্মসূচী পালন করবো।