বগুড়ায় ব্যবসায়ীকে হামলা, ৪ লাখ টাকা ছিনতাই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে শাজাহান আলী (৪৬) নামের এক ব্যবসায়ীকে জবাই করার চেষ্টা করে চার লাখ টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৯ টার দিকে নন্দীগ্রাম থানার শরানগাড়ি নামক স্থানে এঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শাজাহান আলী নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মুরালদিঘী গ্রামের মৃত আকবর আলী মন্ডলের ছেলে। তিনি বৃহস্পতিবার রাতে কুমিড়া পন্ডিতপুকুর বাজার থেকে বাই সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এঘটনায় দুর্বৃত্তদের ফেলে যাওয়া ২০ হাজার টাকা, একটি রাম দা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শাজাহান আলী কুমিড়া পন্ডিত পুকুর বাজারে বিকাশের এজেন্টের ব্যবসা করেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শরানগাড়ি নামক স্থানে তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে।এপর গলায় রাম দা দিয়ে জবাই করার চেষ্টা করলে তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে শাজাহান আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন, একটি রাম দা ও ২০ হাজার টাকা উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মোবাইল ফোনের সুত্র ধরে জড়িত তিনজনকে সনাক্ত করা হয়েছে। রাতেই তাদের বাড়িতে অভিযান চালানো হলেও তাদেরকে পাওয়া যায়নি। তিনি আরো বলেন ব্যবসায়ী শাজাহান আলীর গলায় আঘাত থাকার কারনে তিনি কথা বলতে পারছেন না। সুস্থ হলে কত টাকা খোয়া গেছে নিশ্চিত হওয়া যাবে। এঘটনায় থানায় মামলা হয়নি।