আগামীর বাংলাদেশ হবে ন্যায়-ইনসাফের: হামিদুর রহমান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

আগামীর বাংলাদেশ হবে ন্যায়-ইনসাফের: হামিদুর রহমান

আগামীর বাংলাদেশ হবে ন্যায়-ইনসাফের: হামিদুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আজাদ বলেছেন, চট্টগ্রাম ভৌগোলিক এবং বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামায়াত কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায় এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে আগ্রহী। আগামীর বাংলাদেশ হবে ন্যায়-ইনসাফের বাংলাদেশ, ইনশাআল্লাহ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে চট্টগ্রামের চকবাজারস্থ কিশলয় কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী শাখার বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জামায়াত এমন একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চায় যেখানে কেউ না খেয়ে থাকবে না এবং অবৈধভাবে সম্পদ অর্জন করে বিদেশে পাচার করবে না। কুরআন ও সুন্নাহর আইনের মাধ্যমে শান্তির সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

প্রোগ্রামের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

বিজ্ঞাপন

তিনি বলেন, "জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন যা গণভিত্তি তৈরি করতে চায় এবং গতিশীলভাবে সমাজে কাজ করতে চায়।"

সভাপতির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের প্যারেড মাঠে অনুষ্ঠিতব্য তাফসিরুল কোরআন মাহফিল সফল করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানান।