দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন পেশাদার ছিনতাইকারী
বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ৫টার দিকে সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো- মাসুদ ওরফে রবিন (২৪), মো. সাইফুল ইসলাম (২৫) ও মো. সাইফুল ইসলাম ওরফে আল আমিন (১৯)।
কোতোয়ালি থানা সূত্রের বরাতে তালেবুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সদরঘাট ভিআইপি গেইটের সামনে পাকা রাস্তার উপর কতিপয় দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশে সমবেত হয়ে শলাপরামর্শ করছে। এমন সংবাদের ভিত্তিতে অপরাধ প্রতিরোধের অংশ হিসেবে সদরঘাট পুলিশ ফাঁড়ির টহল টিম দ্রুত সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি চাকু ও একটি খুর উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সদস্য। তারা সদরঘাট এলাকাসহ আশপাশের বিভিন্ন জায়গায় পথচারীদের নিকট হতে মোবাইল, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো। তারা আশেপাশের রাস্তায় ও নির্জন স্থানে সুযোগ বুঝে ছিনতাইয়ের উদ্দেশে উক্তস্থানে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।