রাঙ্গুনিয়ায় অবৈধ বিদেশি সিগারেট জব্দ, গ্রেফতার ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের অবৈধভাবে আনা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এসময় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভা সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে কাপ্তাই সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশাসহ এসব সিগারেট জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন লোহাগাড়া থানার পুটিবিলা এলাকার রায় মোহনের ছেলে দিপঙ্কর বড়ুয়া (৪৫) ও লংগদু থানার বগা চত্বর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ওমর ফারুক (৩০)।

বিজ্ঞাপন

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, অভিযানে ৪ বস্তা সিগারেট, একটি সিএনজি অটোরিকশা ও ২ জন আসামিকে আটক করা হয়েছে। আমদানি নীতি ভঙ্গ করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।