ফরিদপুরে ডিবি পুলিশের উপর হামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজার এলাকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফরিদপুর জেলা ডিবি পুলিশের একটি দল। 

সোমবার (২১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এসময় আসামি ও তাদের স্বজন এবং স্থানীয়রা পুলিশের উপর হামলা করে। হামলার ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আরো কয়েকজন আহত আছে বলে জানা গেছে।

হাসপাতালে ভর্তি তিন জন হলেন, এস আই আব্দুল জব্বার ও এসআই দেওয়ান শফিকুল এবং এএসআই শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৌসিফ সরকার প্রিয় জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশ ইনজুরি রয়েছে তাদের চিকিৎসা চলছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।