সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের শ্রমিকের মরদেহ উদ্ধার
ঢাকা জেলার সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভেতর থেকে প্রতিষ্ঠানের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
নিহত মাহফুজ হোসেন ওরফে রাজু (৪৩) পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ থানার ১ নং মাদবখালি ইউনিয়নের পূর্বচৈতা গ্রামের আতাহার শিকদারের ছেলে। তিনি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের প্রাণি পুষ্টি প্রকল্পের অনিয়মিত শ্রমিক হিসেবে কাজ করতেন।
রাজুর সহকর্মী ইসমাইল হোসেন বলেন, গতকাল সন্ধ্যা ৭ টার দিকে আমরা এক সেঙ্গেই পানির পাম্পে কাজ শেষ করি। ভাই (রাজু) বলেছিলো হাত-মুখ ধোয়ে, পান খেয়ে এরপর বাসায় যাবে। সকালে এসে জানতে পারি তাকে হত্যা করা হয়েছে।
নিহত রাজুর বোনের ছেলে গোলাম সরোয়ার বলেন, সকালে এক ব্যক্তি বাসায় ফোন করেন তিনি জানান মামা (রাজু) অসুস্থ। পরে ওই নাম্বারে আবার কল দিলে তিনি জানান মামা মারা গেছেন।
কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মো. মনিরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের প্রাণি পুষ্টি প্রকল্পের অনিয়মিত শ্রমিক হিসেবে কাজ করতেন রাজু। সন্ধ্যায় কাজ শেষে ফেরার সময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে। সকালে বিষয়টি জানার পর আশুলিয়া থানা পুলিশকে অবহিত করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিক বলেন, বিস্তৃর্ণ এলাকা নিয়ে ডেইরি ফার্মটি প্রতিষ্ঠিত। এর পেছনের দিকে পানির পাম্পে কাজ শেষে সন্ধ্যা ৭ টার দিকে ফিরছিলেন রাজু। ফেরার পথে গলার ডান দিকে ছুরিকাঘাত করায় তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।