লালমনিরহাটে আ’লীগ নেতার সম্পত্তি ক্রোক, ব্যাংক হিসাব জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আদালতের নির্দেশ অনুযায়ী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন সুমন খানের সম্পদ ক্রোক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জেলা প্রশাসকের একটি টিম সুমন খানের কয়েকটি ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান বুঝে নিয়ে সেখানে সরকারি ব্যানার ঝুলিয়ে দেয়।

বিজ্ঞাপন

সাখাওয়াত হোসেন সুমন খান ওরফে হুন্ডি সুমন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা শহরের কালীবাড়ি মাস্টারপাড়া এলাকার মৃত বাচ্চু খানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, জমি দখল, হুন্ডি ব্যবসা, চোরাচালান, টেন্ডারবাজিসহ অসংখ্য অভিযোগে প্রায় ১০টি মামলা রয়েছে।

জানা গেছে, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাখওয়াত হোসেন সুমন খানের বিরুদ্ধে অর্থ পাচার, আত্মসাত ও হত্যাসহ ১০টি মামলা রয়েছে। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হলে নিজেকে আড়াল করেন দাম্ভিক ও শীর্ষ সন্ত্রাসী সুমন খান ওরফে হুন্ডি সুমন।

বিজ্ঞাপন

গত ৩১ অক্টোবর রাতে লালমনিরহাট সিআইডি'র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় সুমন খান, তার স্ত্রী নাহিদা আক্তার রুমা ও কর্মচারী তৌকির আহমেদ মাসুমের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা দায়ের করেন।

এ মামলায় সিআইডি দাবি করে, সুমন খানের ব্যাংকে ২৩৭,৪৯,৪৮,৭৬০/- (দুইশত সাঁইত্রিশ কোটি উনপঞ্চাশ লাখ আটচল্লিশ হাজার সাতশত ষাট) টাকা, তার স্ত্রী মোছা. নাহিদা আক্তার রুমার (৪৩) ব্যাংক অ্যাকাউন্টে ৪,৩৯,৩৫,৩১০/-(চার কোটি উনচল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার তিনশ দশ) টাকার সন্ধান মেলে। সুমন খানের কর্মচারী লালমনিরহাট পুরান বাজার এলাকার বাসিন্দা হারুনের ছেলে তৌকির আহমেদ মাসুমের (৩৮) ব্যাংক অ্যাকাউন্টে ১৮৬,৯৫,৬২,১২৭/- (একশ ছিয়াশি কোটি পঁচানব্বই লাখ একষট্টি হাজার একশ সাতাশ) টাকা পাওয়া গেছে। বৈধ আয়ের উৎস না থাকলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ জমা, স্থানান্তর ও রুপান্তর করা হয়। সিআইডির এ মামলায় প্রধান আসামি করা হয়েছে আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন খানকে।

সিআইডি'র এ মামলা এবং অর্থ আত্নসাৎ ও হত্যাসহ ১০টি মামলায় জেলার আলোচিত নেতা সুমন খানকে গত ১১ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। এ সময় তিনি একটি বিলাসবহুল বাসে ঢাকা পালাচ্ছিলেন বলে পুলিশ দাবি করে।

গ্রেফতার আওয়ামী লীগ নেতা সুমন খানের বিরুদ্ধে সিআইডি'র দায়ের করা অর্থ পাচার মামলায় লালমনিরহাটের সিনিয়র দায়রা জজ মোহাম্মদ আদীব আলী গত ১ ডিসেম্বর তার নামীয় ব্যাংক হিসাব (ফ্রিজ) জব্দসহ স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন। সেই আদেশে জেলা ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার আওয়ামীলীগ নেতা সুমন খানের ব্যাক্তিগত সম্পত্তি বুঝে নিতে টিম গঠন করে। সেই টিম বৃহস্পতিবার কালীবাড়ি বাজারের ৪তলা ভবনের আবাসিক হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান, শহীদ মিনার এলাকার আলীসান বাসা ক্রোক করে রাষ্টীয় সম্পদ হিসেবে বুঝে নিয়ে ব্যানার সাঁটিয়ে দেয়।

এ ঘটনায় গ্রেপ্তার সুমন খানের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

লালমনিরহাট সিআইডি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রাণ কৃষ্ণ জানান, মামলার তথ্য উপাত্তে আদালত সন্তোষ্ট হয়ে আসামী সুমন খানের ব্যাংক হিসাব ফ্রিজ ও সকল সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন।

লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার জানান, আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী বর্তমান বাড়ি, নির্মাণাধীন বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভবনগুলো বুঝে নিয়েছি এবং সেগুলোকে সরকারি মালিকানাধীন হিসেবে চিহ্নিত করেছি। তবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালিত হবে