টেকনাফে অভিযান চালিয়ে ১৫ অপহৃত উদ্ধার, গ্রেফতার ২
কক্সবাজারের টেকনাফে পাহাড়ে অভিযান পরিচালনা করে ১৫ জন অপহৃতকে উদ্ধার করার দাবি করেছে পুলিশ। এসময় ২ জন অপহরণকারীকেও গ্রেফতার করার দাবি পুলিশের। এসময় পালিয়ে গেছে ১০-১৫ জন অপহরণকারী।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে টেকনাফ বাহারছড়ার নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পেছনের পাহাড়ের চূড়ায় এই অভিযান পরিচালিত হয় বলে জানায় পুলিশ।
উদ্ধারকৃতদের মধ্যে ৫ জন বাংলাদেশি এবং ১০ জন রোহিঙ্গা রয়েছে। এদের মধ্যে ৬ জন শিশু রয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি জানান, অপহরণকারী চক্রটি ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১৬-১৭ দিন আগে ধাপে ধাপে পাহাড়ে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ের জন্য তাদের জোরপূর্বক আটক রাখা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “অপহরণকারী চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি ও রোহিঙ্গা শরনার্থীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।”
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. হারুন (২৫) ও নূর মোহাম্মদ (১৯)। দুজনই কচ্ছপিয়া করাচি পাড়ার বাসিন্দা।
উদ্ধারকৃতদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।