মাদরাসা শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মশাল মিছিল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে মশাল মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধা ৭টার পর 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাবৃন্দ' ব্যনারে হাতে মশাল জ্বালিয়ে রাজধানীর টিএসসি এলাকা থেকে শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীদের আন্দোলনে এসে যোগাযোগ দেয় মিছিলটি।

বিজ্ঞাপন

এ সময় পুলিশের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এদিকে এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা। এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে। এরপর দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।