রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গঙ্গাচড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

গঙ্গাচড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়ায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্বামী সোহাগ মিয়াকে (২৬) থানা পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। উ

শনিবার (২৫ জানুয়ারি) উপজেলার গজঘন্টা ইউনিয়নের জয়দেব মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান,গঙ্গাচড়া সদর ইউনিয়নের চেংমারী মান্দ্রাইন গ্রামের আউয়াল হোসেনের মেয়ে শারমিন খাতুনের (২০) সাথে জয়দেব মধ্যপাড়া গ্রামের মহুবর রহমানের ছেলে সোহাগ মিয়ার বিয়ে হয় প্রায় দুই বছর। প্রায় সময় যৌতুকের কারণে নির্যাতন করা হতো গৃহবধূর উপর। নির্যাতনের এক পর্যায়ে নববধু শারমিন খাতুন আদালতে তার পরিবারের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। তখন থেকেই শারমিন তার পিতার বাড়িতে অবস্থান করছিলেন।

একপর্যায়ে স্থানীয়ভাবে অপোস-মীমাংসার মাধ্যমে প্রায় ৬ মাস আগে শারমিনকে তার স্বামীর বাড়িতে নেওয়া হয়। এরপর মামলাটিও প্রত্যাহার করা হয়।

বিজ্ঞাপন

নিহতের পিতা আউয়াল হোসেন অভিযোগ করে বলেন, মামলা প্রত্যাহারের পর যৌতুকের দাবিতে পুনরায় শারমিনের উপর স্বামী ও তার পরিবারের লোকদের নির্যাতন অব্যাহত থাকে। তিনি আরও বলেন, গত শনিবার মাঝ রাতে মেয়েকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল।

নিহতের হত্যার বিচার পেতে থানায় হত্যার অভিযোগ দায়ের করেন নিহত শারমিনের পিতা।

এ বিষয়ে, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।