ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি আটক
পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সময় সবুজ (২৫) নামে এক বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।
গ্রেফতারকৃত সবুজ পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন নাককাঠিপাড়া গ্রামের মৃত মোক্তার হোসেন এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৫৩/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোমিনপাড়া নামক স্থান দিয়ে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে আসছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অধীন ঘাগড়া বিওপির একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে সবুজকে আটক করা হয়। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।
আটককৃত ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্যক্তিগত ০১ টি মোবাইলসহ পঞ্চগড় জেলার সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত।